statcounter

Tuesday, May 17, 2016

যুদ্ধ-আলোচনা


"অ্যাটেনশন !"

"অ্যাটাক-----"

"মহারাজা একি আদেশ----এরা আমাদের নিজেদের লোক।"

"নিজেদের লোক!!! কে বলল--- কালকে খবর এসেছে এরা শএুপক্ষে যোগ দিয়েছে।"

"তাই নাকি মহারাজ।"

"হ্যাঁ  মন্ত্রী; কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছিল, দেখছিলাম উই এর ঢিপির দিকে কিসব গুজ গুজ চলছে, কালকে গুপ্তচর খবর এনেছে, সন্দেহ সঠিক।"

" কি হবে এবার তাহলে রাজা!!

"কি হবে!! যুদ্ধ হবে; যুদ্ধ। শএুর শেষ রাখব না।  উড়িয়ে দেব, জ্বালিয়ে দেব।"

" মহারাজা ভেবে দেখুন, ওদের যদি একটু বুঝিয়ে ঠিক রাস্তায় আনা যায়।"

" ভেবে দেখেছি মন্ত্রী। কালকে সারা রাত ধরে ভেবেছি। কিন্ত ু বুঝলাম তা সম্ভব নয়। ওরা নষ্ট হয়ে গেছে, irreversible mutation বলে একে। আর কিছু করার নেই----আর কোনো কম্প্রোমাইস নয়। "

"কিছুই কি করার নেই, এরা গেলে আপনার কি হবে!!"

" না না এক কথা বোলোনা বার বার--উই এর ঢিপি দিন দিন বাড়ছে, আস্তে আস্তে আমাকে গ্রাস করে নেবে বুঝতে পারছ না।যুদ্ধ ঘোষনা করলাম আমি আজকে। দয়া কোরো না ওদের, উই এর ঢিপিকে দয়া কোরো না।  "


--------------------------------

মহারাজ যুদ্ধ শুরু হয়ে গেছে।

"বাহ বাহ; আমরা জিতছি  তো না কি ??

"হ্যাঁ।  কিন্ত ু।"

"কিসের  কিন্ত ু।"

"উই এর ঢিপির লোকবল অনেক। আর খুব জরুরি লোক আছে তাতে।"

"তাতে কি ??"

"এদের ছাড়া রাজ্য চালাবেন কিভাবে?"

"কেন নতুন লোক আসবে; নিয়ে আসব তাদের।"

"মহারাজ কষ্ট হচ্ছে না আপনার??"

"কষ্ট  তো হচ্ছে মন্ত্রী---- খুব কষ্ট ---কিন্ত ু  যুদ্ধ চলবে।"

" এ যুদ্ধের পর আপনার রাজপাট কিছুই থাকবে না মহারাজ। বুঝতে পারছেন তো।"

"রাজপাট নেই? তুমি আছো তো?"

"হ্যাঁ। আমি আর কোথায় যাব! আছি।"

 " তাহলেই হবে।"

" হবে? রাজত্ব না থাকলে হবে??  তখন আর কিসের রাজা কিসের মন্ত্রী।"

" চিন্তা নেই। রাজত্ব আবার হবে। আগে উই এর ঢিপি সমূলে বিনাশ হক।"

" এ  বড়ো কঠিন কাজ কিন্ত ু--- সব কিছু নতুন করে গড়া---"

" তাতো হবেই-- নিজের বিরুদ্ধে যুদ্ধ-- কঠিন তো হবেই মন্ত্রী। ও নিয়ে ভেবোনা। তৈরী হও।"

এখন আমার রক্তকণিকারাও জানে, তৈরী হবার মানে।


  











7 comments:

  1. ekhono obdhi hoyto sera ..... ui er dhipi r sotti e binaas hobe ....joto kostoi hok......
    moharaja ...tomare selam

    ReplyDelete
  2. Self deprecatory humour at its best .. hats off to you again ..great reading !

    ReplyDelete
  3. be a phoenix.... rise from ur own ashes...n fly high...

    ReplyDelete