statcounter

Wednesday, May 4, 2016

ছোটবেলার বই

প্রচন্ড চঞ্চল ছিলাম নাকি, মানে অন্যরা বলত। নিজে বুঝতাম না, বোঝার কথাও নয়। Nursery তে বাবা কে ডেকে পাঠাল।ক্লাসে আমার পড়া শেষ হয়ে যাচ্ছে আর তারপর  নাকি এত কথা বলছি বাকিরা পড়তে পারছে না। গল্পের বই কিনে দেওয়া হল যাতে শান্ত হয়ে থাকি। সেটাই শুরু। প্রথম কি বই পেয়েছিলাম মনে নেই। যেগুলো মনে আছে সেগুলো হল ছবিতে রামায়ণ আর মহাভারত। এসব ছাড়াও ছিল ছবি অলা অনেক কটা ; তার মধ্যে শুধু মনে আছে একটায় ইল্বল-বাতাপি এর গল্প ছিল।
পেটের ভিতর থেকে রাক্ষস বেরিয়ে আসছে সেটা মনে হয় খুব impressive লেগেছিল চার বছর বয়সে।

Nursery শেষ হতে স্কুল থেকে প্রাইজ দিয়েছিল-একটা ঈশপ এর গল্প আর অন্যটার নাম "পুতুলের চিঠি"। পরের বই টা কিছু বুঝিনি ---তাই মনে হয় কম অত্যাচার হয়েছিল ওর উপরে। বইটা আজও  আছে--ঈশপ এর গল্প  কবে উধাও হয়েছে।

সবচেয়ে পছন্দে্র বই কেনা হল ক্লাস ২ তে, স্কুল এর exhibition থেকে। বইএর নাম "সোনার চাবি কিংবা বুরাতিনোর কান্ডকারখানা"। রাশিয়ান গল্পের অনুবাদ। Aleksey Nikolayevich Tolstoy এর লেখা।কিভাবে কাঠের পুতুল বুরাতিনো পুতুলনাচের দলের মালিক অত্যাচারী কারাবাস বারাবাস কে জব্দ করবে আর সব পুতুলদের মুক্ত করে নিজেরা পুতুল নাচের দল খুলবে সেই নিয়ে গল্প।  আর বই ভরতি ভাল ভাল ছবি।

পরের বছর exhibition থেকে কেনা হল মণির পাহাড়- সোভিয়েত দেশের রুপকথা। সেটাও গল্প আর ছবিতে ভরতি। মলাট টা এত সুন্দর ছিল; সেটা যাতে হারিয়ে যাতে না যায় তার জন্য আলাদা করে গুছিয়ে রেখেছিলাম। ফলস্বরপ বইটা আছে, মলাট টা আর নেই।
এই বই দুটো খুব special কারণ এগুলো নিজে পছন্দ করে কিনেছিলাম। আর সেই পছন্দ এখন বদলায়নি। জীবনে অনেক বই পড়ে মনে হয়েছে সময় টা নষ্ট করলাম; কিন্ত এই দুটো বই এখনো খুব ভাল লাগে।

জন্মদিনে সবাই বই দিত, রুপকথা আর ভুতের গল্পই বেশি পেতাম। ক্লাস ফোর এর জন্মদিনে পেলাম দশ দিগন্ত---লীলা মজুমদার এর দশটি ছোটদের উপন্যাস। এক আশ্চর্য জগত খুলে গেল যেন, তখনো অভিভুত হয়েছিলাম---এখনো হয়ে চলেছি।

এর পর ফাইভে উঠে বড়ো ভাবতে শুরু করলাম নিজেকে---লুকিয়ে সুনীল গাঙ্গুলির বই পড়েছিলাম, সেগুলো আর ছোটবেলার বই নয়।

নিচে বুরাতিনোর ছবি, বইয়ের মলাট থেকে নেওয়া।





অত্যাচারী কারাবাস বারাবাস।













9 comments:

  1. I missed out on comics in my childhood- ashole chotobelay porte ekdom bhalo lagto na. Baba anek chesta koreche- jate ami ektu golper boi pori. Kintu tao hoto na ................ Ei blog ta pore icche korche buratinor golpo ta pori..............

    ReplyDelete
  2. haa pore felo ...khuuub bhalo boi

    ReplyDelete
  3. There was a very quaint charm in all those Russian books. And for most of the Calcutta book fair goers, a must buy were these illustrated children's fairy tales. They were published by Vostok or Raduga publishers, & were cheap.
    I too have a favourite from those days, & I still have the book. It's called "Little Natalochka & the Silver Fish". For the pictures, see here : http://book-graphics.blogspot.in/2013/05/little-natalochka-and-silver-fish.html#more

    ReplyDelete
    Replies
    1. "Little Natalochka & the Silver Fish"--- i cannnot read from the link. but picture says it all. seems a beautiful story.
      thanks :)

      Delete
  4. I also still remember one of my favourite story book in my childhood "rushdesher upokatha". Oshadharon pencil sketch er shab chhobi chhilo oi boite. Tomar lekha pore mone pore galo. Thank you.

    ReplyDelete
  5. rushdesh er upokotha ....amar ekhono mone pore

    ReplyDelete
  6. বুরাতিনো https://www.mediafire.com/file/577k3oeokm7acke/Buratino.pdf/file

    ReplyDelete