হৈ হৈ করে চলে এল ২৯ শে জুন। লাফাতে লাফাতে পা দিলাম একত্রিশে। নানা ঝড়ঝাপটা সামলে তিরিশখানা বছর মানে প্রায় অর্ধেক জীবন উতরে গেল , ভেবেই আহ্লাদে লুটোপুটি।
আর হবেই না বা কেন . সেই ছোটবেলা থেকে হাজার রকম মন খারাপ, জ্বর, পেটব্যাথা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, পি এইচ ডি এন্ট্রান্স এমন কি বাধ্যতামুলক পেপার ছাপানো (নইলে থিসিস জমা পড়বে না) এবং এগুলোর থেকেও কঠিন; নাহওয়া প্রেমে লেঙ্গি আর হব হব প্রেমে ব্রেক আপ (আসলে পুরোটাই ঢপবাজি, তবে সে এখন সুখী গৃহকোণে পাড়া মাতিয়ে ঝগড়া করছে; ভাবলেই মন ভাল হয়ে যায়)--- সব সাঙ্ঘাতিক সাঙ্ঘাতিক ফাঁদ কাটিয়ে একত্রিশে পৌঁছে গেলাম। সেলেব্রেশন তো মাংতা ই হ্যায়।
কি কি হল??
১) বন্ধুরা এল। কেউ সারপ্রাইজ দিতে অন্য শহর রাতারাতি উড়ে, বাকিরা আগে থেকে জানিয়ে বা না জানিয়ে। সারাদিন আড্ডা হল। এক গাদা গিফট পেলাম--ছবি দিচ্ছি।
বই -কার্ড আর ফাইটার ফিশ ( নাম হয়েছে ঢোলু) বাকি গিফট পেটে গেছে |
২) দু খানা কেক কাটলাম। সবাই হ্যাপি বার্থডে গাইলো--হেসে হেসে গড়ালাম।
৩) সারাদিন হি হি করে রাতে জ্বর এসে গেল।। তবে একটা ওষুধেই পালিয়েছে।
৪) একগাদা ফোন আর মেসেজে আড্ডা হল যারা এখানে নেই আর চাইলেই চলে আসতে পারছেনা তাদের সঙ্গে।
কি কি হলনা??
নাকুচিয়াতালের পাশে কে এন ভি এন এর হোটেলে বসে নীলজল দেখতে দেখতে চা খাওয়া হল না। প্ল্যানে ছিল কিন্ত ু ভগা হাসলেন। কুছ পরোয়া নেই--- অন্য সময় হবে।
বাকি মজা পরের বছরের জন্য তুলে রাখলাম , পরের বছর আজ থেকেই শুরু।
জীবনের প্রায় অর্ধেক সময় (অর্ধেকের কম হলে আরো ভালো) কাটিয়ে এটাই বুঝলাম যে,
১) একটু চোখ খোলা রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ। তাতে অনেক ঝামেলা কমে।
২) ভাল সম্পর্কের কোনো বিকল্প নেই--সেই তা বাবা মা হোক, আত্মীয় হোক বা বন্ধ ু। রিলেশনশিপস আর দ্য বেস্ট ইনভেস্টমেন্ট।
৩) আর দুশ্চিন্তা হল সময়ের অপব্যবহার (গুণীরা আগেই বলেছেন)।
যাই হোক ভারি কথা বলে সময় নষ্ট করবো না আর। মেনু বলি বরং। বিরিয়ানি আর চিকেন চাপ আর পায়েস। খাবার দেখেই প্লেটে ডাইভ মেরেছিলাম তাই ছবি নেই ।
আমরা সবাই |
বাই দ্য ওয়ে, গতকাল নতুন বাড়ীতে এসে ঢোলু একটু মনমরা ছিল। আজকে দিব্যি একা একা খেলা করছে।
sotti tiris bochor..kikore kete gelo..ki taratari katche re baba...baloi moja korli..chalie jaa..
ReplyDeleteSotti katha. Tobe ei bochor ta o jeno ulkagoti te jai eta ii chai 😃
DeleteSadhu sadhu
ReplyDelete😎😎😎😎
DeleteSotti re.. Ami ebar 30 e paa.. Prothomeei mone hole half life sesh holo !! Ebar ulro dike hatbe boyes !
ReplyDeleteHa ebar seta hoya I bhalo 😉😉😉
Deletebahh..darun name diyecish to..dholu..or updates chai..tor lekhai
ReplyDeletenamta ami dieni re. amar lab e junior dilo. dholu ektu boro hok tar por likhbo.. ekhon to just ghumue r khai
Deleteশুভ জন্মদিন, প্রিয়াঙ্কা। আগামী জীবন খুব ভালো কাটুক।
ReplyDeleteThank you thank you 😀😀
Delete