কোনো কোনো দিন এরকম হয়। জীবনে সব না কাটাতে পারা ছুটির দুঃখ ঝপাঝপ মনে পরে যায়। কে কবে পেন্সিল নিয়েছিল, ফেরত দেয়নি; ক্লাস ফাইভে কে জিভ ভেঙ্গিয়ে ছিল; কোন বিয়েবাড়ীতে সম্পর্কে সুতো এতই জট পাকানো যে আগামাথা হারিয়ে গেছে, সেরকম কেউ বলেছিল এম্মা মেয়ে দেখতে তেমন সুন্দর হয়নি,তাই না; এইসব অকিঞ্চিতকর কথা যেগুলো মনের মধ্যে ডুবে ছিল , সারাশব্দহীন ভাবে, তারা হঠাৎ জ্যান্ত হয়ে উপরে ভেসে উঠে ইলিবিলি কাটতে শুরু করে দেয়।
তখন বাকি দুঃখগুলোও জেগে ওঠে। যে ঘটনাগুলো এখনো ঘটেনি সেরকম দুঃখ-ভয়-রাগরাও লাফাতে শুরু করে দেয়। "পজিটিভ জিনিসগুলো দেখো" এই জাতীয় কোনো প্রয়োজনীয় সদুপদেশ কাজে আসেনা।
তখন হাও মাও করে চেঁচানো ছাড়া মুক্তি নেই।
তখন হাও মাও করে চেঁচানো ছাড়া মুক্তি নেই।
চকোলাটঃ
http://www.imdb.com/title/tt0241303/
Storyteller: Once upon a time, there was a quiet little village in the French countryside, whose people believed in Tranquilité - Tranquility.
Storyteller: If you lived in this village, you understood what was expected of you. You knew your place in the scheme of things. And if you happened to forget, someone would help remind you.
Storyteller: In this village, if you saw something you weren't supposed to see, you learned to look the other way. If perchance your hopes had been disappointed, you learned never to ask for more. So, through good times and bad, famine and feast, the villagers held fast to their traditions. Until, one winter day, a sly wind blew in from the North...
সেই উত্তরে বাতাসের পথ ধরে গ্রামে এলেন জুলিয়া বিনচ (অনস্ক্রীন নাম ভিয়েন), সাথে ৬ বছরের মেয়ে আনুক। খুলে বসলেন একটা চকোলেটের দোকান, আর আস্তে আস্তে বদলে গেল গ্রামের লোকদের জীবন।
ভাল গল্প---- রুপকথার মত "যার শেষ ভাল , তার সব ভাল " দিয়ে শেষ।
না দেখলে একটা "ফিল গুড" মুভী মিস।
No comments:
Post a Comment