statcounter

Friday, January 31, 2020

রোজকার

কিছুই থাকে না পড়ে,
এই ধুলো মাটি, সকালের রোদ দুপুরের তাপ 
মিশে যায় সন্ধ্যার রঙে।
কিছুই থাকে না শেষে ,সব পরিযায়ী পাখিরা ঘরে ফেরে,
ফাঁকা করে সব নদী জল।
সকালে শালিক নেচে নেচে গেছিলো বারান্দায়, বিকেলবেলা আর তাকে দেখিনা ।
তাও ভালোবাসি, যত্ন করে তুলে রাখি মনের আলমারিতে , নরম কাপড়ে মোড়ানো ভঙ্গুর স্মৃতিরা,
মাঝে মাঝে ধুলো ঝেড়ে দেখি। 
কিছুই থাকে না আজীবন ,তাই রোজ রোজ বাঁচি , রোজ ভালোবাসি নতুন নতুন করে।

No comments:

Post a Comment