statcounter

Saturday, May 27, 2023

ধুলো

রোজ অফিস করতাম। শনিবার ও । একটা দিনের ছুটি তে প্রচুর কাজ করতাম।ধুলো ঝাড়ার কাজ।সারাবাড়িতে নাকি ভীষণ ধুলো। 

এখন আর অফিস যাই না।এখনও আমার বই এর তাকে ধুলোর আস্তরণ । ওরা থাকে নিজেদের মতন।আমি আমার মতন।জানলার  পাশে বসে বাইরের দিকে চেয়ে থাকি।এখানে অনেক পাখি ডাকে। পাশের গাছে ফল খেতে আসে। কাঠবেড়ালিরা জানলা বেয়ে ওঠে। মুড়ি খায়।

আমি বই পড়ি। গান শুনি। কফিতে চুমুক দিই। ধুলো পরিষ্কার করি আপন মনে।





No comments:

Post a Comment