statcounter

Sunday, December 11, 2022

Memories


I sit with my grief.

That looks like a freshly baked cream roll

Soft and fluffy 

Burnt a little at the base

Brownish from the heat.

Such  lovely brown, crisp and tender.

So soft at heart.Melting.

I sit with my grief.I want to take a small bite.

Slowly, savouring it!

One small taste ,one last time. Please!



Monday, October 24, 2022

ছোটবেলা

আমার প্রশ্নেরা ভীষনভাবে বড় হতে চায়।

ছোট ছোট অবুঝ প্রশ্নের দল, জিজ্ঞেস করে কী, কেন, কিভাবে।

এমন কেন হয়? কেন হল? না হলে কেমন হত?

এরকম অজস্র প্রশ্নেরা ভীড় করে আসে দলে দলে।

আমি সেগুলো তোমায় দিই।

তুমি ওদের বড় অযত্ন  কর।

ওদের দিকে চেয়েও দেখনা ।

তাই ওরা প্রাণপণে বড় হতে চায়।

রোজ দিন গোনে কবে বড় হয়ে নিজেরা উত্তর খঁুজতে যাবে।

আমার মনের মধ্যে অসংখ্য প্রশ্নেরা জন্মায়।

হাসে, কাঁদে, খেলে, চেঁচায়।

আমি ওদের খুন করি।

আমি ওদের  ভালবাসি।

তোমাকে উপহার দিই।

ওরা অপেক্ষা  করে।

বড় হবার।

আমরা এক মনে চা বানাই, গাছে জল দিই, সংসার খেলি।

Tuesday, October 18, 2022

চুপ।

মনে হয় তোমার সাথে শান্ত হয়ে বসি। শব্দহীন।

বাইরে পাতার ঝিরিঝিরি, 

কোথাও একটা ডাল পড়ল,

এই ভালো।

অনর্গল কথা, কথার পিঠে আরো আরো কথা, চায়ের কাপ।

সে বড্ড ক্লান্তিকর।

তুমি চোখ তুলে তাকাও, অন্যমনে চুল ঠিক কর। শাড়ির আঁচল‎ এলোমেলো হয়ে যায়।

অনেক অনেক না শোনা স্তব্ধতার মধ্যে আমরা বসতে চাই।

Friday, January 21, 2022

Itch

So it has come back. Just when I thought I am all done and dusted with it, like the never ending waves in an endless ocean , a storm is brewing, and hell is breaking lose.

The witch is back with her sharpened claws, dark liners, darker shadows below her eyes. Her hair is disheveled, and her mind is being churned at a breathtaking pace.  Is she thinking ? Nope, too anxious to think anything. She is just a ball of dust, a shapeless itch which can't be ignored.

Below her calm demeanour, she is a boiling pot. But what does she want to talk about ! She herself does not know.

----- Let the words be chosen, tested before she speaks out. Let the words be propelled like a crystal ball in an ocean. Let the spell break and storm end.