statcounter

Thursday, August 4, 2016

ইভিনিং ওয়াক

ভোরবেলা উঠে মর্নিং ওয়াক যেতাম , আজ্ঞে হ্যাঁ, এই শর্মাই। তবে  বয়স তখন নিতান্তই কম, ক্লাস সিক্সের অ্যানুয়াল পরীক্ষার পরে ছুটিতে  পাড়ার কয়েকটা বন্ধু মিলে। দিন দশেক পরেই বুঝতে পারলাম এ আমার কাপ অফ টী নয়। কষ্ট করে সাত সকালে উঠার চেয়ে ঘুমুলে বরং কাজ দেবে, বন্ধ হয়ে গেল মর্নিং ওয়াক। এর পরে মাধ্যমিক পরীক্ষার পরে আবার চেষ্টা করেছিলাম, সেম রেজাল্ট।

কাট টু খড়্গপুর।সেখানে যেটা হত তাকে নাইট ওয়াক বললেই ঠিক হয়। ডিনারের পরে ২.২ তে হাঁটতে বেরোনোর মজাই আলাদা ছিল। তখনো একা একা ঘুরে বেড়োনোর মানসিকতা তৈরী হয়নি, তবে কেউ না কেউ জুটেই যেত। বসের নিন্দা আর জীবনের ততকালীন কঠিনতম সমস্যাগুলোর সমাধান সুত্র খুঁজতে খুঁজতে রাত বেড়ে যেত, রাস্তা শেষ হয়ে হোস্টেলে পৌছে যেতাম । স্বাভাবিক ভাবেই কথা শেষ হত না, পরের হাঁটার জন্য তুলে রাখা হত।

একা একা হাঁটতে শুরু করলাম হোস্টেল থেকে ফিরে এসে। সন্ধ্যেবেলায় সল্টলেকের রাস্তায় হেঁটে বেড়ানোর মত ভাল স্ট্রেস বাস্টার আর কিছু ছিল না। খুব মন খারাপের সময় মনে হয় চার দেওয়াল আরো অসহ্য লাগে। দোকানের নিয়ন আলোর উলটো দিকে অন্ধকার বাড়ীগুলোর সামনের ফুটপাতের  উপরে শুয়ে থাকা কুকুরের পাশ কাটিয়ে, রাস্তার মোড়ে ত্রিফলা আলো আর ট্র্যাডিশনাল স্ট্রীট ল্যাম্পের নীচের আধো আলো- আধো অন্ধকারের মধ্যে দিয়ে একা একা গন্তব্যহীন ভাবে হেঁটে বেড়ানোর মজাই আলাদা।  যে এরকম করেনি সে বুঝবেনা। ছুটির দিনগুলোতে এরকম করতাম। মাঝে মাঝে হাঁটার শেষে পুলের পাশের মাঠে বসে থাকতাম।

নতুন বাড়ীতে এসেও মাঝে মাঝে এরকম করেছি। বাড়ী থেকে বাসরাস্তা, আবার ফিরে আসা।  ইদানীং শরীর খারাপ হয়ে সব বন্ধ হয়ে গেছিল। আজকে প্রায় পাঁচ মাস পরে পুরোনো সিলেবাস রিভাইজ করে  একগাদা পুরোনো কথা মনে পড়ে গেল, তাই লিখে ফেললাম।

আপনারা কি করেন--- একা একা হাঁটতে যান নাকি দলবল নিয়ে?
মর্নিং নাকি ইভিনিং??
নাকি এসবের বালাই নেই! আড্ডা হয়ে যাক।






3 comments:

  1. Saltlake er rasta e evening eka eka hata r theke better kichui hote pare na bodhoe jeebone. Onek ta time katiyechhi ebhabe. Kal e jete hobe ... Mone korie dili. Bohukal eka hata hoe na !

    ReplyDelete
  2. eka hatai amr pchndo..sardn to dolbol niei thaki..

    ReplyDelete
  3. Jokhon teenage e paa rakhlam- maa-r sathe roj jhamela bandhto. Jhamela holei baba-r sathe walk e beriye portam- sara rasta ami bok-bok kortam aar baba nirob srota. Tar por jei teen-age theke berolam omni maa abar best friend - tokhon maa-r sathe walk e jetam. Ekhono bari gele maa-r sathe beriye pori. Jokhon SINP te chilam, lab e kono gondogol hole ba experiment kaaj na korle ba jibone onno shomoshya hole- Nandini-r sathe long walk e jetam...........ajkaal roj lab theke pherar shomoy nijer mone gun gun kore gaan korte korte phiri- mondo lage na :)

    ReplyDelete