হিসাব থাকে না ঘণ্টা মিনিটের।
বড্ড লম্বা এক একটা দিন,
কখনো খুব ক্লান্ত, কখনো বড় উজ্জ্বল।
হিসাব থাকে না সপ্তাহ মাসের,
এই হাতে জড়িয়ে ধরি,আঙ্গুলে লেপ্টে থাকে আর পর মুহূর্তে ঝুরঝুর করে যায় হালকা মাটির মতো।
শুধু মাটির গন্ধ লেগে থাকে হাতে, নাকি মনে! কে বা তাই জানে।
বড্ড লম্বা এক একটা দিন,
কখনো খুব ক্লান্ত, কখনো বড় উজ্জ্বল।
হিসাব থাকে না সপ্তাহ মাসের,
এই হাতে জড়িয়ে ধরি,আঙ্গুলে লেপ্টে থাকে আর পর মুহূর্তে ঝুরঝুর করে যায় হালকা মাটির মতো।
শুধু মাটির গন্ধ লেগে থাকে হাতে, নাকি মনে! কে বা তাই জানে।
কবিতাটা সুন্দর লাগল, প্রিয়াঙ্কা।
ReplyDeleteধন্যবাদ কুন্তলা দি।
Delete